ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

নিউইয়র্ক

ভয়েস অব আমেরিকার ৭৫ বছর পূর্তিতে মিলনমেলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
ভয়েস অব আমেরিকার ৭৫ বছর পূর্তিতে মিলনমেলা মিলনমেলা অনুষ্ঠানে বক্তারা, ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার ৭৫ বছর পূর্তি উপলক্ষে এক বর্ণাঢ্য মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

গত ২ মার্চ যুক্তরাষ্ট্রে এ মিলনমেলা অনুষ্ঠিত হয়। এতে ভয়েস অব আমেরিকার সংবাদকর্মী, কলাকুশলী, কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টরা অংশ নেন।

৪৪টি ভাষায় পরিচালিত সংবাদমাধ্যমটির বিভিন্ন সেকশনের কর্মরতরা এতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে নিজেদের মধ্যে ভাব বিনিময় করেন।

অনুষ্ঠানে আমেরিকান মুল্যবোধ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- সাউথ ও সেন্ট্রাল এশিয়া বিভাগের পরিচালক আকবর আয়াজি।

মিলনমেলায় সাংস্কৃতিক পরিবেশনা, ছবি: সংগৃহীতযখন মূল মঞ্চে বক্তৃতা এবং ভিডিও প্রদর্শন হচ্ছিলো তখন একপাশে রাখা ক্যানভাসে ছবি আঁকছিলেন ভিওএ কুরডিশ বিভাগের লুকমান আহামেদ। একই সঙ্গে পরিবেশিত হচ্ছিলো এরিক ফেল্টনের লাইভ মিউজিক শো। এছাড়া অনুষ্ঠানে নাচ ও গান পরিবেশিত হয়।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ