ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

নিউইয়র্ক

ওয়াশিংটনে সুফিয়া ইনস্টিটিউটের যাত্রা শুরু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৮ ঘণ্টা, মার্চ ৫, ২০১৭
ওয়াশিংটনে সুফিয়া ইনস্টিটিউটের যাত্রা শুরু সুফিয়া ইনস্টিটিউট উদ্বোধনকালে অতিথিরা, ছবি: সংগৃহীত

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রতিষ্ঠান সুফিয়া ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনলজির যাত্রা শুরু হয়েছে। ওয়াশিংটনের ডাটা গ্রুপের কর্ণধার জাকির হোসাইন তার মায়ের নামে এ প্রতিষ্ঠানটির নামকরণ করেন।

স্থানীয় সময় শনিবার (৪ মার্চ) সন্ধ্যায় এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান ড. শাহজহান মাহমুদ।

তিনি বলেন, দ্বিতীয় সাবমেরিন ক্যাবল বাংলাদেশে সংযোগ স্থাপন করেছে।

খুব শিগগিরই বাংলাদেশে ফোর-জি এলটিই সেবা চালু হবে।

তথ্যপ্রযুক্তি আরও উন্নতি করতে এ বছরের ডিসেম্বরেই বাংলাদেশের নিজস্ব স্যাটেলাইট ফ্লোরিডা থেকে মহাশূন্যে উৎক্ষেপণ করা হবে বলে জানান শাহজহান মাহমুদ।

ডাটা গ্রুপের কর্মকর্তা মৃদুল রহমানের শুভেচ্ছা বক্তব্য ও মির সালাউদ্দীনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- স্থানীয় বিশিষ্টজন মোহাম্মদ আলমগীর, সাদেক এম খান, মাহমুদুন নবী বাকী, লিয়াকত আলী খান, শারমিন সুলতানা, টেসোমি ওয়ারদোফা, মেংগাস্টো, এন্থনি পিয়ুস গোমেজ, শিব্বীর আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৭
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ