ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

নিউইয়র্ক

জাকির খানের মরদেহ দেশে আনা হচ্ছে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
জাকির খানের মরদেহ দেশে আনা হচ্ছে জাকির খান

দেশে আনা হচ্ছে নিউইয়র্কে ছুরিকাঘাতে নিহত জাকির খানের মরদেহ। তাকে সিলেটের ফেঞ্চুগঞ্জে নিজ বাড়িতে দাফন করা হবে। 

স্থানীয় সময় ২৪ ফেব্রুয়ারি (শুক্রবার) দুপুরে জাকির খানের নামাজে জানাজা ব্রঙ্কসের পার্কচেস্টার মসজিদ প্রাঙ্গনে সম্পন্ন হবে। ওই রাতেই উড়োজাহাজযোগে তার মরদেহ দেশে পাঠানো হবে বলে জানিয়েছেন তার সঙ্গে ঘনিষ্ঠ জনরা।

স্থানীয় সময় বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিউইয়র্কের ব্রঙ্কসে নিজ বাসভবনের সামনে খুন হন বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ জাকির খান। পরে তার মরদেহ ব্রঙ্কসের জ্যাকোবি মেডিকেল সেন্টারে রাখা হয়।

বাংলাদেশ সময় ১৫৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৭
এমএমকে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ