ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

নিউইয়র্ক

কবি শহীদ কাদরী হাসপাতালে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
কবি শহীদ কাদরী হাসপাতালে

নিউইর্য়ক: উচ্চ রক্তচাপ জনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন একুশে পদকপ্রাপ্ত ও বাংলা ভাষার অন্যতম প্রধান কবি শহীদ কাদরী।
 
স্থানীয় সময় রোববার (২১ আগস্ট) রাত ৩টা ১৫ মিনিটে নিউইয়র্কের নর্থ শোর হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয় তাকে।

কবি পত্নী নীরা কাদরী এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২০ আগস্ট (শনিবার) থেকেই জামাইকার বাসায় কবির শরীরিক অবস্থার অবনতি হতে থাকে। প্রথমে চিকিৎসকের সঙ্গে কথা বলে কবিকে কিছু ওষুধ দেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে আকস্মিক অসুস্থ হয়ে পড়ায় প্রবাসে কবি অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। কবির সুস্থতা কামনা করেছেন তারা।

বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ