ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

নিউইয়র্ক

লস এঞ্জেলসে লাইফটাইম অ্যাওয়ার্ডে ভূষিত কাজী এনায়েত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
লস এঞ্জেলসে লাইফটাইম অ্যাওয়ার্ডে ভূষিত কাজী এনায়েত

ঢাকা: ইউরোপসহ বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে বিশেষ অবদান রাখার জন্য আন্তঃদেশীয় সংগঠন অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা) এর সেক্রেটারি জেনারেল কাজী এনায়েত উল্লাহকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে সম্মানিত করেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের জনপ্রিয় কমিউনিটি সংগঠন ‘বৈশাখী মেলা কমিটি অব লস এঞ্জেলেস’। ১৩ আগস্ট শনিবার রাতে লস এঞ্জেলসে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে আয়েবা মহাসচিবের হাতে সম্মাননার বিশেষ ক্রেস্ট তুলে দেয়া হয়।


 
বৈশাখী মেলা কমিটি অব লস এঞ্জেলস সভাপতি আবুল ইব্রাহিমের সভাপতিত্বে ও পরিচালনায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে স্থানীয় কমিউনিটি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন এস দেলোয়ার হোসেন, কাঞ্চন চৌধুরী, কাজী মশহুরুল হুদা, শেখ হাবিব, লিংকন খান, মানিক চৌধুরী, শান্তনু হালদার, শেখ আকবর, শায়েখ খান, অসীম ধাম, মুকুল চৌধুরী, মোহাম্মদ আলী, কমরেড রবসহ আরো অনেকে। আয়েবা’র জয়েন্ট ট্রেজারার হেনু মিয়াও যোগ দেন অনুষ্ঠানে। ‘বৈশাখী মেলা কমিটি অব লস এঞ্জেলেস নেতাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে কাজী এনায়েত উল্লাহ বলেন, এই সম্মাননার অংশীদার আমাদের এক কোটি প্রবাসী, যাদের অবদানে সমৃদ্ধির সোপানে আজ বাংলাদেশ।
 
প্রসঙ্গত, আয়েবা’র উদ্যোগে আসছে ১৯ ও ২০ নভেম্বর মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিতব্য প্রবাসী বিশ্ব মহাসম্মেলন ১ম বাংলাদেশ গ্লোবাল সামিটকে সফল করার মিশনে কাজী এনায়েত উল্লাহ ২ সপ্তাহের এক সাংগঠনিক সফরে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

‘বৈশাখী মেলা কমিটি অব লস এঞ্জেলেস’র নেতাদের সঙ্গে সামিটের বিভিন্ন বিষয়াদি নিয়ে শনিবার রাতে বিশেষ মতবিনিময় সভায়ও মিলিত হন আয়েবা সেক্রেটারি জেনারেল। লস এঞ্জেলস থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন নেতাদের। লাস ভেগাস ও লস এঞ্জেলসের পর সান ফ্রান্সিস্কো, ডালাস ও হিউস্টনের বাংলাদেশ কমিউনিটির সঙ্গেও কাজী এনায়েত উল্লাহর আনুষ্ঠানিক বৈঠকের কর্মসূচি রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ