ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

নিউইয়র্ক

তনু হত্যার প্রতিবাদে ওয়াশিংটনে আলোর প্রদীপ প্রজ্জ্বলন

শিব্বীর আহমেদ, ওয়াশিংটন থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
তনু হত্যার প্রতিবাদে ওয়াশিংটনে আলোর প্রদীপ প্রজ্জ্বলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ওয়াশিংটন: কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদে উত্তাল সারাদেশ। ক্ষুব্ধ দেশে ও দেশের বাইরে পৃথিবীজুড়ে ছড়িয়ে থাকা সমস্ত বাঙালি।



গত শনিবার (২৬ মার্চ) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্থানীয় ছাত্রলীগের আয়োজনে ভার্জিনিয়ার লি হাইওয়েতে আলোর প্রদীপ প্রজ্জ্বলন করে এ হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানো হয়। এ সময় খুনি-ধর্ষকদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়।

এ প্রতিবাদে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ, মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগ, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ, বৃহত্তর ওয়াশিংটন ছাত্রলীগ, বৃহত্তর ওয়াশিংটন যুবলীগ, বৃহত্তর ওয়াশিংটন স্বেচ্ছাসেবক লীগ নেতারাসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির নেতারা অংশ নেন।

বাংলাদেশ সময়: ০৭২৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ