ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

নিউইয়র্ক

স্বাধীনতা দিবসে নিউইয়র্কে নানা কর্মসূচি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
স্বাধীনতা দিবসে নিউইয়র্কে নানা কর্মসূচি

ঢাকা: বাংলাদেশের স্বাধীনতার ৪৫ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস নানা কর্মসূচির মধ্যদিয়ে পালন করা হবে।

এসব কর্মসূচির আয়োজন করেছে স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক ৬৫টি সংগঠন ও বিভিন্ন সংস্থা।



বুধবার (১৬ মার্চ) সংগঠনগুলোর পক্ষে মুক্তধারা ফাউন্ডেশনের গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কর্মসূচির মধ্যে রয়েছে স্বাধীনতার শোভাযাত্রা, সমাবেশ, শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে স্বাধীনতার প্যারেড ও আলোচনা অনুষ্ঠান।

এসব কর্মসূচিতে বাংলাদেশের মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা রয়েছে।

এ সময় আরও উপস্থিত থাকবেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, নিউইয়র্কে বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল শামীম আহসান, নিউইয়র্ক সিটির ইমিগ্রেশন অ্যাফেয়ার্স কমিশনার নিশা আগরওয়ালসহ স্থানীয় বিশিষ্টজনেরা।

এসব কর্মসূচি সফলভাবে সম্পন্ন করতে আয়োজক সংগঠনগুলোর প্রতিনিধিরা প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা প্রত্যাশা করেছেন।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৬
টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ