ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

নিউইয়র্ক

প্রবাসীদের ভোটাধিকারের দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
প্রবাসীদের ভোটাধিকারের দাবি

ঢাকা: প্রবাসীদের ভোটাধিকারের দাবি জানিয়েছে প্রবাসী বাঙালি কল্যাণ সমিতি (প্রবাকস)।

মঙ্গলবার (০১ মার্চ) বিকেলে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর এক স্মারকলিপি দিয়ে সংগঠনটি এ দাবি জানায়।



এদিন প্রবাসীদের ভোটাধিকারসহ ১১ দফা দাবিতে প্রধানমন্ত্রীকে দেওয়ার জন্য ডেপুটি কনসাল জেনারেল মো. সাহেদুল ইসলাম কাছে স্মারকলিপি দেওয়া হয়।

এ সময় প্রবাকসের সভাপতি মোশাররফ আলম, সাধারণ সম্পাদক দেওয়ান বজলু, সহসভাপতি আবুল কে মজুমদার, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আখলাকুল আম্বিয়া চৌধুরীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রবাকস সাধারণ সম্পাদক দেওয়ান বজলু সাংবাদিকদের বলেন, আশা করি প্রধানমন্ত্রী প্রবাসীদের দাবি অত্যন্ত মনোযোগের সঙ্গে বিবেচনা করবেন। দ্বৈত নাগরিকত্ব গ্রহণকারী প্রবাসীদের ভোটাধিকার ও জাতীয় পরিচয়পত্র প্রদানে দ্রুত ব্যবস্থা নেবেনে।

বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, মার্চ ০২, ২০১৬
টিআই



 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ