ঢাকা, শনিবার, ১০ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

নিউইয়র্ক

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে ‘দ্য অপ্টিমিস্টস’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের পাশে ‘দ্য অপ্টিমিস্টস’ ছবি: সংগৃহীত

ভার্জিনিয়া: যুক্তরাষ্ট্রভিত্তিক প্রবাসী সেচ্ছাসেবী সংগঠন দ্য অপ্টিমিস্টস’র কার্যক্রমের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সংগঠনটি বাংলাদেশের বিভিন্ন এলাকার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সেবায় নিয়োজিত রয়েছে।


 
শনিবার (০৭ নভেম্বর) বিকেলে ভার্জিনিয়ার লরটনে একটি মিলনায়তনে এ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এদিন সংগঠনটির আহ্বায়ক ও ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার আগত অতিথিদের অভ্যর্থনা জানান।

তার সঙ্গে ছিলেন সংগঠনের সদস্য সচিব ডা. আশরাফ চৌধুরী, অপ্টিমিস্টের প্রতিষ্ঠাতা রফিক উদ্দিন চৌধুরী রানা, বোর্ড অব ডাইরেক্টরস বর্তমান প্রেসিডেন্ট ড. ফেরদৌস খন্দকার, বাংলাদেশ চ্যাপটার’র প্রধান মেজর জেনারেল (অব.) আব্দুস সালাম চৌধুরী, ভাইস চেয়ারম্যান মিনহাজ আহমেদ, শামীম আহমেদ, নিশাত হক, হাবিবুর, সাংবাদিক আকবর হায়দার কিরন প্রমুখ।
 
সভায় ওয়াশিংটন, মেরিল্যান্ড, ভার্জিনিয়া ও নিউইয়র্ক থেকে আসা কর্মকর্তাসহ বহু গণ্যমান্য লোক উপস্থিত ছিলেন।

প্রশ্নোত্তর পর্বে দর্শকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন অপটিমিষ্টের কর্মকর্তারা। অনুষ্ঠানে তাৎক্ষণিকভাবে ৩১ জন শিশুকে স্পন্সর করা হয় এবং আরও ২৫ জনের প্রতিশ্রুতি পাওয়া যায়। নর্দান গ্রুপের পক্ষে জামিল খান শিশুদের জন্য ২৩টি ডেল ল্যাপটপ দেন।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জনপ্রিয় বাঙালি শিল্পী মাহবুব শাহ। আরও সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পী দিনার জাহাঙ্গীর ও পুলী কর্মকার।
 
বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ