ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

নিউইয়র্ক

সাউথ জার্সিতে প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উদযাপন

রফিকুল ইসলাম আকাশ, ওয়াশিংটন ডিসি থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
সাউথ জার্সিতে প্রধানমন্ত্রীর জন্মবার্ষিকী উদযাপন

যুক্তরাষ্ট্রের সাউথ জার্সিতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৯তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে।

স্থানীয় সময় ২৮ সেপ্টেম্বর সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে এ অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রথমে জন্মদিনের কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীনের তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আহসান হাবিব  ও বিশেষ অতিথি ছিলেন ওয়াশিংটন মেট্রো আওয়ামী লীগের আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দস্তগীর জাহাঙ্গীর তুগ্রিল ।

এ সময় সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা জাহাঙ্গীর হুসেন  ভূঁইয়া, সামসুল ইসলাম শাহজাহান,  সহ সভাপতি শাহজাহান, আব্দুল জামিল, কাঞ্চন বল, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজাদ মিঠু, অভিজিত চৌধুরী লিটন, শওকত আলী শিমুল, সমাজ কল্যাণ সম্পাদক শেখ সেলিম, সাংস্কৃতিক সম্পাদক  বিপ্লব দেব, সদস্য সাব্বির হুসেন  ভূঁইয়া ও মোঃ সহিদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ