ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

নিউইয়র্ক

ফোবানা’র নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
ফোবানা’র নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

ঢাকা: উত্তর আমেরিকায় প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সংগঠনের সমন্বয়ক সংগঠন ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা (ফোবানা) ২০১৫-২০১৬ মেয়াদে কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে।

সম্প্রতি গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ফোবানা।

রোববার (৬ সেপ্টেম্বর) নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর সংলগ্ন হোটেল ৠাডিসানে অনুষ্ঠিত সাধারণ সভায় এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করে সংগঠনটি।

নতুন কার্যনির্বাহী কমিটির চেয়ারপারসন হিসেবে নাহিদ চৌধুরী মামুন (নিউ জার্সি), ভাইস চেয়ারপারসন মোহামেদ আলমগীর (ভার্জিনিয়া), নির্বাহী সম্পাদক আজাদুল হক (টেক্সাস), যুগ্ম নির্বাহী সম্পাদক এম মওলা দিলু (জর্জিয়া) এবং কোষাধ্যক্ষ হিসেবে শাহ হালীম (টেক্সাস) নির্বাচিত হয়েছেন।

এছাড়াও নতুন কার্যনির্বাহী কমিটিতে আউটস্ট্যান্ডিং সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- ডিউক খান (জর্জিয়া), বেদারুল ইসলাম বাবলা (নিউইয়র্ক), জাকারিয়া চৌধুরী (নিউইয়র্ক), মির চৌধুরী (নিউ জার্সি), আতিকুর রহমান (ফ্লোরিডা), রবিউল করিম বেলাল (কানসাস), জসিম উদ্দিন (জর্জিয়া)।

ফোবানা’র কার্যনির্বাহী সদস্য সংগঠনের মধ্যে রয়েছে- বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা, বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব হাউসটন টেক্সাস, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব জর্জিয়া, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কানসাস, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ জার্সি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ টেক্সাস, বাংলাদেশ কমিউনিটি অব গ্রেটার শিকাগো, বাংলাদেশ কমিউনিটি অব লস অ্যাঞ্জেলস ক্যালিফোর্নিয়া, বাংলাদেশ এক্সপাট্রিয়েট সোসাইটি অব টেক্সাস, ড্রামা সারকেল নিউইয়র্ক, টেক্সাস বেঙ্গলি কালচারাল অ্যালায়েন্স।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৫
পিআর/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ