ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

নিউইয়র্ক

ফোবানা’র সাংস্কৃতিক অনুষ্ঠানের টিকিট বিক্রির হিড়িক

আকবর হায়দার কিরণ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
ফোবানা’র সাংস্কৃতিক অনুষ্ঠানের টিকিট বিক্রির হিড়িক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিউইয়র্ক থেকে: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ২৯তম ফেডারেশন অব বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা’র (ফোবানা) সম্মেলন শুরু হচ্ছে আগামী ৪ সেপ্টেম্বর।

তিন দিনব্যাপী এ সম্মেলনের সাংস্কৃতিক অনুষ্ঠানের এরই মধ্যে টিকিট বিক্রির হিড়িক পড়েছে।



সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যায় জ্যামাইকার স্টার কাবাবে অনুষ্ঠিত ফোবানা হোস্ট কমিটির বিশেষ সভায় এ তথ্য জানানো হয়। সভায় সম্মেলন কমিটির আহ্বায়কসহ স্বেচ্ছাসেবী দলের দু’শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনগুলো আগ্রহীদের কাছে টিকিট সরবরাহ করছে। তিনদিনের টিকিট একসঙ্গে কিনলে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়।

সম্মেলনের উদ্যোক্তারা জানান, এবারের ফোবানা সম্মেলনে বাংলাদেশ ও ভারতের বেশ কিছু বিখ্যাত শিল্পী গান পরিবেশন করবেন। শিল্পীদের মধ্যে রয়েছেন-মিতালী মুখার্জী, ড. লীনা তাপসী, হাবিব, ফেরদৌস ওয়াহিদ, অনিমা, মুক্তি, চিরকুট ব্যান্ডসহ আরও অনেকে।

এছাড়া থাকবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মূকাভিনেতা কাজী মশহুরুল হুদার মূকাভিনয় পরিবেশনা।

ফোবানার প্রতি প্রবাসীদের প্রবল আগ্রহ ও সমর্থন দেখে তারা নিজেরাই অভিভূত বলেও জানান উদ্যোক্তারা।

সভা সূত্রে জানা যায়, উত্তর আমেরিকার বিভিন্ন স্থান থেকে এবার মোট ৪৩টি সংগঠন ফোবানা সম্মেলনে যোগ দেবে।

সভায় সভাপতিত্ব করেন ফোবানার আহ্বায়ক ও বাংলাদেশ লীগ অব আমেরিকার প্রেসিডেন্ট বেদারুল ইসলাম বাবলা। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব জাকারিয়া চৌধুরী।

জ্যামাইকার বাংলাদেশ কমিউনিটির নেতা নাসির আলী খান পল, বাহালুল উজ্জ্বল, ফখরুল ইসলাম দেলোয়ার, মুনিরুল ইসলাম, বিলাল চৌধুরীসহ অন্যরা সভায় বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ