ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

নিউইয়র্ক

বগুড়া সমিতি নর্থ আমেরিকার ইফতার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
বগুড়া সমিতি নর্থ আমেরিকার ইফতার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যুক্তরাষ্ট্রের কুইন্স শহরে ইফতার ও দোয়া মাহফিল করেছে বগুড়া সমিতি নর্থ আমেরিকা ইনক্।

গত ৫ জুলাই কুইন্সের ক্লাব সানম হলে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।



অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সমিতি নর্থ আমেরিকা ইনক্-এর সভাপতি ফারুক হোসেন মিঠু। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ওমর চৌধুরী।

এতে অংশ নেন বাংলাদেশ সোসাইটির সেক্রেটারি মো. রহিম হাওলাদার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান, ভাইস প্রেসিডেন্ট মো. ফারুক হোসেন মজুমদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলি, ভাইস প্রেসিডেন্ট ওসমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এম কে জামান, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক ফারহানা চৌধুরী, নর্থ বেঙ্গল ফাউন্ডেশন’র সভাপতি মো. আতোয়ারুল আলম, সাধারণ সম্পাদক আবুল কাশেম, বগুড়া ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন’র সভাপতি রাফেল তালুকদার, সাধারণ সম্পাদক রোকুনুজ্জামান নয়ন, পাবনা ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন’র সাধারণ সম্পাদক আবু কামাল পাশা, পঞ্চগড় জেলা সমিতির সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান, দিনাজপুর জেলা সমিতির সিনিয়র সহ-সভাপতি ফতেনুর বাবু, কমিউনিটি অ্যাক্টিভিস্ট বাবু পাইকার, শাহ্ আফজাল হোসেন, সফিকুল ইসলাম (ডাবলু), মোফাজ্জল আলি হায়দার, শান্ত চৌধুরী, ওয়াহেদ আলি মন্ডল, সাইফুল ইসলাম, আব্দুল মান্নান, মোহাব্বত আলি আকন্দ, বজলুর রহমান আকন্দ, মোহাম্মদ সানা, আব্দুল্লা আল (সাদি), রুনি জামান, হুমায়ন কবীর, জামান মামুন, কাজী আবু হেনা, মোস্তফা হাসান, কৃষিবিদ মো. হালিম, বগুড়া সমিতির প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার রানা জামান, উপদেষ্টা নুরুল ইসলাম সাজু, মো. আব্দুস সালাম, ড. জাকিরুল ইসলাম, অ্যাডভোকেট মাহবুবার রহমান বকুল, বেলাল হোসেন, এখলাস আহমেদ, ওমর জাকারিয়া, নির্বাহী সদস্য সাদেকুল বদরুজ্জামান, এনামুল হক, হাসনাইন মাহমুদ তুহিন, আলি আহম্মেদ মানি, আব্দুল ওয়াদুদ, সিনিয়র সহ-সভাপতি এম কে হারুনুর রশিদ, সহ-সভাপতি মোহাম্মদ মতিয়ারুল আলম, রোকশানা আহমেদ, কোষাধ্যক্ষ এমডি মুকুট রহমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক আলি আজগর জুয়েল প্রমুখ।
 
‌ইফতারের আগে পবিত্র কোরআন ও হাদিস শরিফের আলোকে রমজান মাসের তাৎপর্য ও রোজাদারের করণীয় সর্ম্পকে আলোচনা করেন মো. হেলাল উদ্দিন। আলোচনা শেষে দোয়াও পরিচালনা করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জুলাই ১০, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ