ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

নিউইয়র্ক

বাংলাদেশি-আমেরিকার প্রতিনিধি হয়ে নেপাল যাচ্ছেন জুয়েল

এ. এইচ. চৌধুরী, নিউইয়র্ক থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, মে ২১, ২০১৫
বাংলাদেশি-আমেরিকার প্রতিনিধি হয়ে নেপাল যাচ্ছেন জুয়েল

নিউইয়র্ক: আগামী ১০ জুন নেপালের পর্যটন শহর পকোরা সিটিতে শুরু হবে সপ্তাহব্যাপী রিলিজিয়াস ইয়ুথ সার্ভিস প্রজেক্ট-২০১৫।
 
জাতিসংঘ শান্তি বিষয়ক সহযোগী সংস্থা ‘ইউনাইটেড ন্যাশন ইউনিভার্সেল পিস ফেডারেশন’ কর্তৃক আয়োজিত এই যুব সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে যোগ দিচ্ছেন নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটিতে ব্যাচেলর অব সাইন্সে অধ্যয়নরত বাংলাদেশী-আমেরিকান জুয়েল মিয়া।


বিশ্বের ত্রিশটি দেশের কয়েক হাজার ছাত্র-ছাত্রীর মধ্যে প্রতিযোগিতায় অংশ নিয়ে শীর্ষ ৫০ জনের মধ্যে অন্যতম স্থান করে নিয়েছেন এ মেধাবী ছাত্র।

আগামী ৭ জুন রোববার নেপালের কাঠমান্ডুর উদ্যোশ্যে নিউ ইর্য়ক ছাড়বেন জুয়েল। আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের সময় নেপালের যুব কল্যাণ মন্ত্রী ও পকোরা সিটির মেয়র এবং জাতিসংঘের বিভিন্ন কুটনৈতিকদের সঙ্গে সাক্ষাত করবেন তিনি।

সম্মেলনে ইয়ুথ সার্ভিস প্রজেক্টের বিভিন্ন সেমিনারে অংশ নেবেন। সম্মেলনে অংশগ্রহনকারীরা কমিউনিটি বেইজ ভলান্টিয়ার ওয়ার্ক, এডুকেশনাল ওর্য়াকসপ, ইন্টার্যাক্টিং প্রোগ্রাম, কালচারাল লার্নিং প্রোগ্রাম এ ব্যস্ত সময় পার করবে। সম্মেলনটি শেষ হবে ১৬ জুন।

পরে ২০ জুন নিউ ইর্য়ক উদ্দেশ্যে নেপাল ছাড়বেন।

উল্লেখ্য, বাংলাদেশি-আমেরিকান জুয়েল মিয়া ২০০৭ সালে যুক্তরাষ্ট্রে ইমিগ্রান্ট হয়ে পরিবার নিয়ে পাড়ি জমান। সেখানে যাওয়ার পর তিনি লেখাপড়ায় মনোনিবেশ করেন।

বাংলাদেশ হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার অমৃতা গ্রামের হাজী দুদা মিয়ার পুত্র জুয়েল একজন তরুণ সংগঠক।

সকলের কাছে দোয়া চেয়েছেন যাতে সুন্দরভাবে এই সন্মেলন অংশ নিয়ে নিউইয়র্কে ফিরতে পারেন।

এই সফর থেকে পাওয়া অভিজ্ঞতা কাজে লাগিয়ে যুব সমাজের জন্য ভিন্ন কিছু করতে চান জুয়েল মিয়া।

বাংলাদেশ সময় ১১৫৩ ঘণ্টা, মে ২১, ২০১৫
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ