ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

নিউইয়র্ক

লাগোর্ডিয়া কলেজে ‘বাংলাদেশ নাইট-২০১৫’

এ. এইচ. চৌধুরী, অতিথি লেখক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, মে ১৫, ২০১৫
লাগোর্ডিয়া কলেজে ‘বাংলাদেশ নাইট-২০১৫’

নিউইয়র্ক: প্রতি বছরের মতো এবারও বাংলা বর্ষবরণ উপলক্ষে সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্ক’র লাগোর্ডিয়া কমিউনিটি কলেজে অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ নাইট-২০১৫’।

কলেজটির বাংলাদেশী শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (বিএসএ) বুধবার (১৩ মে) বাংলা নববর্ষ বরণ উপলক্ষে এ আয়োজন করে।



অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন নিউইয়র্কে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান, ক্লাব মেন্টর রুমা চৌধুরী, রুডি মেংরু, জাহিদুর রহমান, ক্যাম্পার লাইফ-এর সহকারী পরিচালক ফুয়াদ রাহমানী, অ্যাক্টিং ডিরেক্টর ক্যাভিন ডি জর্দান, স্টুডেন্ট অ্যাফেয়ার-এর ভাইস প্রেসিডেন্ট মাইকেল ব্যাস্টন এবং বিএসএ’র সভাপতি মাসুম হোসাইন।

শামীম আহসান বলেন, পড়ালেখার পাশাপাশি প্রবাসেও আপনারা আমাদের সংস্কৃতি এবং ঐতিহ্যের উজ্জ্বল দিক তুলে ধরছেন। বাংলা সংস্কৃতি তুলে ধরার এই প্রয়াস প্রশংসার দাবিদার।

এরপর আশরাফুল হাবিব মিহির ও আয়েশা তাহমিনা অধরার সঞ্চালনায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

লাইভ মিউজিক, ফ্যাশন শো, কৌতুক, নৃত্য এবং নাটকসহ নানা আয়োজনে অ্যাসোসিয়েশনের সদস্যদের প্রায় তিন ঘণ্টাব্যাপী পরিবেশনা মাতিয়ে রাখে দর্শকদের। আয়েশা তাহমিনা অধরার চমৎকার কোরিওগ্রাফিতে ফ্যাশন শো অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে।

এসময় গান পরিবেশন করেন ন্যান্সি খান, শম্পা জামান, মীম প্রধান, চন্দ্রা রায়। নৃত্য পরিবেশন করেন রওশন, আয়েশা, সূচী ও নাফিসা। কৌতুক পরিবেশন করেন মীরাক্কেল- এর আবু হেনা রনি। নাটকে অভিনয় করেন কার্তিক চৌধুরী, আফুর, নিজাম, আজাদ, কামরুল, আবির, রোমান, কেভিন, এপি, রাফা, সাফি, সোহেল, সাখ‍াওয়াত, জাহিন, মুন্না প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, মে ১৫, ২০১৫
এটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ