ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

নিউইয়র্ক

নিউইয়র্কে অগ্নিকাণ্ডে ৭ শিশুর মর্মান্তিক মৃত্যু

সালাহউদ্দিন আহমেদ, নিউইয়র্ক থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫
নিউইয়র্কে অগ্নিকাণ্ডে ৭ শিশুর মর্মান্তিক মৃত্যু

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (২০ মার্চ) মধ্যরাতে ব্রুকলিনের মিডউড এলাকার একটি বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটে।



নিহতদের মধ্যে সবাই ভাই-বোন। এদের মধ্যে চারজন ছেলে ও তিনজন মেয়ে। সবার বয়স ৫ থেকে ১৫ বছরের মধ্যে।

শিশুদের মা ও বড় বোন অগ্নিকাণ্ডের পরপরই বেরিয়ে আসতে সক্ষম হলেও উভয়ে গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ১২টার পর ব্রকলিনের ৩৩৭১ বেডফোর্ড অ্যাভিনিউর ওই  সিঙ্গেল বাড়ির রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় বাড়িটির ভেতরকার রুমে সাত শিশু ঘুমিয়ে ছিল।

অগ্নিকাণ্ডের পরপরই মা ও বড় বোন পাশের রুম থেকে বেরিয়ে এলেও দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় পেছনের দিকে থাকায় ওই সাত শিশুকে বের করে আনা যায়নি। অগ্নিকাণ্ডের সময় বাড়ির কর্তা অর্থাৎ শিশুদের বাবা বাইরে ছিলেন। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

স্থানীয় মেয়র বিল ডি ব্লাসিও শনিবার (২১ মার্চ) বিকেলে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, গত সাত বছরের মধ্যে নিউইয়র্ক সিটিতে এটিই সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনা।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ