ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

নিউইয়র্ক

এম এ আজিজের রোগমুক্তি কামনা মিশিগান যুবলীগের

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
এম এ আজিজের রোগমুক্তি কামনা মিশিগান যুবলীগের

ঢাকা: মহান মুক্তিয‍ুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ আজিজের সুস্থতা কামনা করেছে যুক্তরাষ্ট্রের মিশিগান আওয়ামী যুবলীগ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সংগঠনের পক্ষে মিশিগান আওয়ামী যুবলীগের সভাপতি মো. জাহেদ মাহমুদ আজিজ সুমন এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার সুস্থতা কামনা করেন।



এদিকে এম এ আজিজের রোগমুক্তি কামনায় যুক্তরাষ্ট্রের মিশিগান আওয়ামী যুবলীগ এক বিশেষ দোয়ার আয়োজন করে।

এতে উপস্থিত ছিলেন মিশিগান যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, সহ-সভাপতি শাহিন খাঁন, মৃদুল কান্তি সরকার, সৈয়দ ছালেক আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বদরুদ্দোজা জুনেদ, সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমদ গুলজার প্রমুখ।

এছাড়াও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এবং জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বতর্মান সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খাঁন তার রোগ মুক্তি কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ