ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

নিউইয়র্ক

ঢাকা সফরে আসছেন মার্কিন মন্ত্রী এ্যান রিচার্ড

শিহাবউদ্দীন কিসলু, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫
ঢাকা সফরে আসছেন মার্কিন মন্ত্রী এ্যান রিচার্ড

নিউইয়র্ক: বাংলাদেশ সফর করবেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্র মন্ত্রী এ্যান সি রিচার্ড ।   আগামী ২০শে জানুয়ারি থেকে ২৩শে জানুয়ারি তিনি ঢাকা ও কক্সবাজার সফর করবেন।

যুক্তরাষ্ট্রের জনসংখ্য,শরণার্থী ও মাইগ্রেশন বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও আন্তর্জাতিক প্রতিনিধি এবং এনজিও কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করবেন।

এছাড়া  কক্সবাজারে স্থানীয় সরকারী কর্মকর্তাসহ কাগজপত্রহীন রোহিঙ্গা শরণার্থী ও রেজিস্টার্ড শরণার্থীদের সাথেও কথা বলবেন এবং মানবিক সাহায্য পরিস্থিতি সম্পর্কে অবহিত হবেন।

যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ঢাকা সফরের আগে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এ্যান রিচার্ড  ১৬ জানুয়ারি থেকে ১৯ শে জানুয়ারি বার্মার রাখাইন রাজ্য সফর করবেন।

বাংলাদেশ সময়: ০৬১৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ