ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রে হোমল্যান্ড সিকিউরিটি ফান্ডিং সংশোধনী বিল পাস

শিহাবউদ্দীন কিসলু, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫
যুক্তরাষ্ট্রে হোমল্যান্ড সিকিউরিটি ফান্ডিং সংশোধনী বিল পাস

নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ভোটের মাধ্যমে অভিবাসন সংক্রান্ত ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ফান্ডিং সংশোধনী বিল পাস করেছে দেশটির কংগ্রেস।

এতে প্রেসিডেন্ট ওবামার নির্বাহী আদেশ বাস্তবায়নে ৪০ বিলিয়ন ডলারের বাজেট স্থগিত করেছে কংগ্রেস।


  
অভিবাসন বিষয়ে সম্পৃক্ত সীমান্ত বিলটি বুধবার যুক্তরাষ্ট্রের কংগেসে পাস হওয়ার কথা ছিল। কিন্তু কংগ্রেসে রিপাবলিকানরা অভিযোগ তোলে যে, প্রেসিডেন্ট ওবামার নির্বাহী আদেশটি সংবিধানবিরোধী এবং এটা অবশ্যই বন্ধ করতে হবে। অবশেষে ওবামার নির্বাহী আদেশের বিপক্ষে দুইশ ৩৭ ভোট পড়ে।

এতে করে ৬ লাখ তরুণ অভিবাসীর ভবিষ্যত হুমকির মুখে পড়বে।

এর আগে গত নভেম্বরে প্রেসিডেন্ট ওবামার নির্বাহী আদেশে প্রায় ৫০ লাখ অবৈধ অবিবাসী ওয়ার্ক পারমিট নিয়ে বৈধভাবে কাজের সুযোগ পেয়েছিলেন।

ওই সময় শিশু বয়সে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে আসা প্রায় ৬ লাখ অভিবাসীর বহিষ্কারাদেশ স্থগিত হয়েছিল।

মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা লাভ করলেও সংশোধনী বিলটি পাসে অনেক বেগ পেতে হয়েছে তাদের। সিনেটে ৬০ ভোটের সংখ্যাগরিষ্ঠতায় ৬টি ভোট নিষ্ক্রিয় সমর্থন দেয়। এমনকী কোনো কোনো রিপাবলিকান সদস্য প্যারিসের সন্ত্রাসী হামলার বিবেচনায় হোমল্যান্ড সিকিউরিটির সীমান্ত বিলের বিরোধিতায় অস্বস্তিও প্রকাশ করেন। এছাড়া তরুণ অভিবাসীদের বিষয়ে ২০১২ সালের নীতি বিষয়েও নিজ দলের রক্ষণশীল সদস্যদের খুশি রাখতে হয়েছে।  

এদিকে, কয়েকজন রিপাবলিকান সদস্য বলেছেন, তারা বিতর্কিত ইমিগ্রেশন বিষয়গুলোকে বাদ দিয়ে চাপ প্রয়োগ করে হোমল্যান্ড সিকিউরিটি ফান্ডিং বিলটি পাস করবে, এমনটিও হতে পারে। তবে হোমল্যান্ড সিকিউরিটি ফান্ডিং বিল পাসে ফেব্রুয়ারির শেষ নাগাদ সময় রয়েছে।  

অপরদিকে, বিলটির সমর্থকরা সতর্ক করেছেন, রিপাবলিকানদের এই সংশোধনী ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের জন্য ল্যাটিনো ভোটারদের ঘরে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সাউথ ক্যারোলিনার রিপাবলিকান দলের সদস্য মাইক মালভেনি অবশ্য বলেছেন, যদি রিপাবলিকান প্রেসিডেন্টও এমন নির্বাহী আদেশ দেন, তিনি তারও বিরোধিতা করবেন। কারণ, হোয়াউট হাউজ আইন প্রণয়ন করে না।

ডেমোক্র্যাটরা অভিযোগ করেছেন, রাজনৈতিক প্রতিশোধ নিতেই রিপাবলিকানরা এ কাজ করেছে। তবে ফ্লোরিডার রিপাবলিকান সদস্য মারিয়ো ডিয়াজ ব্যালার্ট অঙ্গীকার করেছেন, বাই পার্টিজান উদ্যোগে অভিবাসন সংস্কারে সমন্বিত বিল পাসে তিনি তার প্রচেষ্টা অব্যাহত রাখবেন।

ডেমোক্র্যাটিক ন্যাশনাল কংগ্রেসের ডেভিড প্রাইস মন্তব্য করেছেন, রিপাবলিকানদের এই পদক্ষেপ দেশে নিরাপত্তার হুমকির ক্ষেত্রে হোমল্যান্ড সিকিউরিটির পরিপূর্ণ কার্যকর ভূমিকাকে বাধাগ্রস্ত করবে।

যুক্তরাষ্ট্রে শিশু বয়সে আসা অবৈধ অভিবাসীদের বহিষ্কারে রিপাবলিকানরা নিষ্ঠুর পথ খুঁজছে বলে অভিযোগ করেন ইলিনিয়ের ডেমোক্র্যাট সদস্য লুইস গিটারেজ।  

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ