ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

নিউইয়র্ক

ওবামা’র নির্বাহী আদেশ

বৈধতা পাচ্ছেন অর্ধকোটি অভিবাসী, অপরাধী ছাড়া ডিপোর্টেশন বন্ধ

শিহাবউদ্দীন কিসলু ,স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৪
বৈধতা পাচ্ছেন অর্ধকোটি অভিবাসী, অপরাধী ছাড়া ডিপোর্টেশন বন্ধ বারাক ওবামা

নিউইয়র্ক: নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত প্রায় অর্ধকোটি অভিবাসীর ডিপোর্টেশন (স্বদেশে ফেরত পাঠানো) বন্ধ এবং তাদের ওয়ার্ক পারিমিট দেয়ার কথা ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

সরাসরি হোয়াইট হাউজ থেকে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাতটায়)  জাতির উদ্দেশ্যে টেলিভিশন ভাষণে এই ঘোষণা দেন তিনি।



যারা ন্যূনতম ৫ বছর এ দেশে বসবাস করছেন, নিয়মিত কর প্রদান করছে, যাদের সন্তানদের এদেশে বৈধ স্ট্যাটাস রয়েছে বা এদেশের নাগরিক তাদেরকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হবে না উল্লেখ করে ওবামা বলেন, সমালোচকরা একে  অ্যামনেস্টি বা সাধারণ ক্ষমা হিসেবে সমালোচনা করলেও এই আদেশ অবৈধদেরকে নাগরিকত্ব বা কোন ধরনের স্থায়ী স্ট্যাটাস বা গ্রীন কার্ড এর জন্য আবেদনের সুযোগ দিচ্ছে না।

ওবামা বলেন,  ক্যাপিটল হিলে রাজনীতির দ্বন্দ্বে পরিত্যক্ত ও  ভেঙে পড়া ইমিগ্রেশন ব্যবস্থায় অবৈধদের বসবাসই অ্যামনেস্টি। এটা চলতে দেয়া যায় না ।

তিনি আরো বলেন, যারা এ দেশে আইন মেনে সুনাগরিকের জীবন যাপন করছেন, এদেশে যাদের শিশুরা বেড়ে উঠছে সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে, যাদের বাবা মা অক্লান্ত পরিশ্রম করছেন সন্তানদের লেখাপড়া শিখিয়ে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে, যাদের শক্ত পারিবারিক বন্ধন রয়েছে তাদের জন্য এই ঘোষণা।

তিনি বলেন, যারা অপরাধী, যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তাদেরকে এদেশ থেকে বহিষ্কার করা হবে। এর ব্যত্যয় হবে না।

প্রেসিডেন্ট ওবামা এ সময় কংগ্রেসের প্রতি অনতিবিলম্বে ইমিগ্রেশন ব্যবস্থা সংস্কারে আইন প্রণয়নের আহ্বান জানিয়ে বলেন, কাগজপত্রহীন অবৈধরা যেন প্রকাশ্যে কর্মজীবনে আসতে পারে এবং সুনাগরিক হিসেবে বসবাস করতে পারে সে জন্যই তার এ নির্বাহী আদেশ। কংগ্রেস আইন পাশ করলেই এই নির্বাহী আদেশের কার্য্যকারিতা রোহিত হবে।  

নির্বাহী আদেশে, সীমান্ত নিরাপত্তা আরো জোরদার করতেও পদক্ষেপের কথা ঘোষণা করে ওবামা বলেন,যারা সম্প্রতি সীমান্ত দিয়ে প্রবেশ করেছে বা আগামীতে সীমান্ত অতিক্রম করবে তাদের জন্য এই নির্বাহী আদেশ কার্য্যকর হবে না।

যুক্তরাষ্ট্রকে অভিবাসীদের দেশ উল্লেখ করে ওবামা  বলেন, আটলান্টিকের এপারে যুক্তরাষ্ট্র সবসময়ই অভিবাসীদেরকে স্বাগত জানাবে। যারা এদেশে এসে সুনাগরিক হিসেবে ভাগ্য উন্নয়ন ঘটাতে চায়, এদেশের উন্নয়নে ও অর্থনীতিতে অবদান রাখতে চায় তাদের জন্য এবং উচ্চ দক্ষতা সম্পন্ন প্রযুক্তিকর্মীদের জন্য  যুক্তরাষ্টের দরজা সব সময়ই উন্মুক্ত।

উল্লেখ্য, ওয়াশিংটন ভিত্তিক অভিবাসী বিষয়ে গবেষণা প্রতিষ্ঠান ‘মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউট’র এক পর্যালোচনা মতে, অন্তত ৫ বছর ধরে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাস করছে এমন  ৩ দশমিক ৩ মিলিয়ন মানুষ ওবামা’র উদ্যোগের সুবিধা পাবে। এছাড়া যারা শিশু বয়সে যুক্তরাষ্ট্রে এসেছেন এমন কাগজপত্রহীন অবৈধ অভিবাসী এবং যে সব বাবা মার শিশু সন্তান আছে এমন অতিরিক্ত আরও ১ মিলিয়ন অভিবাসী প্রেসিডেন্ট ওবামার এই নির্বাহী আদেশের সুবিধা ভোগ করবেন। সব মিলিয়ে প্রেসিডেন্ট ওবামার ঘোষণার সুফল ভোগ করতে পারবেন কমপক্ষে ৪৭ লক্ষ অবৈধ অভিবাসী।

** অর্ধকোটি অবৈধ অভিবাসীকে বৈধ করার ঘোষণা ওবামার

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ