ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

নিউইয়র্ক

ফওজুল ও পিউয়ের মৃত্যুতে নিউইয়র্ক প্রেসক্লাবের শোক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৪
ফওজুল ও পিউয়ের মৃত্যুতে নিউইয়র্ক প্রেসক্লাবের শোক

নিউইয়র্ক: জাতীয় প্রেসক্লাবের প্রবীণ সদস্য, বরেণ্য সাংবাদিক ফওজুল করীম ও ফটো সাংবাদিক আজিজুর রহীম পিউয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব।

ক্লাবের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক এবিএম সালাহ উদ্দিন আহমেদ সোমবার (২০ অক্টোবর) এক বিবৃতিতে এই শোক প্রকাশ করেন।

একই সঙ্গে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

বিবৃতিতে তারা  বলেন, বাংলাদেশের সাংবাদিকতা জগতে সাংবাদিক ফওজুল করীম ও ফটো সাংবাদিক আজিজুর রহীম পিউয়ের নিষ্ঠা, সাধনা ও ত্যাগ তরুণ সাংবাদিকদের জন্য অনুকরণীয় ও অনুসরণীয়। তাদের পেশাদারিত্বপূর্ণ কর্মের জন্যই তারা বেঁচে থাকবেন।

সাংবাদিক সমাজে ‘তারা ‌ভাই’ হিসেবে সমধিক পরিচিত ফওজুল করীম ১৯৫৫ সালে দৈনিক সংবাদ-এর মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। ৮৪ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে গত ১৫ অক্টোবর বুধবার ঢাকার সেন্ট্রাল হাসপাতালে ইন্তেকাল করেন। ।

ইংরেজী দৈনিক বাংলাদেশ অবজারভার-এর ফটো এডিটর আজিজুর রহীম পিউ (৫৪) গত ১৩ অক্টোবর সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার ধানমন্ডির শংকরের নিজ বাসায় ইন্তেকাল করেন।

বাংলাদেশ সময় : ১৬৩৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৪


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ