ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

নিউইয়র্ক

যে অন্যায় করিনি, তা মেনে নেবো না: প্রধানমন্ত্রী

মাহমুদ মেনন ও শিহাবউদ্দীন কিসলু | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪
যে অন্যায় করিনি, তা মেনে নেবো না: প্রধানমন্ত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

হোটেল ম্যারিয়ট মারকি (নিউইয়র্ক) : ‘যে অন্যায় করিনি, তা মেনে নেবো না’-পদ্মাসেতুর দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।

তিনি বলেন, আগেই চ্যালেঞ্জ দিয়েছিলাম দুর্নীতি প্রমাণ করা যাবে না।

এখনও সেটাই হয়েছে। আমরা নিজেদের অর্থায়নেই পদ্মাসেতু নির্মাণ করবো।

শনিবার নিউইয়র্কে স্থানীয় সময় সকাল পৌনে ১০টায় হোটেল ম্যারিয়ট মারকিতে প্রবাসীদের দেওয়া এক নাগরিক সংবর্ধনায় তিনি এ সব কথা বলেন।

জাতিসংঘের ৬৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন। এ উপলক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নাগরিক সংবর্ধনার আয়োজন করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমাদের দুর্নীতিবাজ প্রমাণ করতে অনেকেই চেষ্টা করেছেন। কিন্তু পারেননি। আল্লাহ ছাড়া আর কারো কাছেই আমি মাথা নত করি না।

পদ্মাসেতু প্রসঙ্গে তিনি বলেন, পদ্মাসেতু নির্মাণের জন্য ইতোমধ্যে লিংক রোডের কাজ শুরু হয়েছে। যথাসময়ে সেতুর কাজও শুরু হবে।
 
২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী।
 
বিএনপি-জামায়াত জোটের কড়া সমালোচনা করে শেখ হাসিনা বলেন, সারাদেশে তাণ্ডব চালিয়ে, মানুষ পুড়িয়ে মেরে এরা ৫ জানুয়ারির নির্বাচন ঠেকাতে চেয়েছিল। কিন্তু আল্লাহর রহমতে তারা তা পারেনি।
 
তিনি বলেন, ইসলামের ইতিহাসে কোনো দেশে কোনো কালে মসজিদে আগুন দিয়ে এত কোরান শরীফ পোড়ানোর মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটেনি। বিএনপি-জামায়াত শিবির সেই কাজটিই করেছে।
 
প্রধানমন্ত্রী বলেন, এত কিছু করেও বিএনপি-জামায়াত আমাদের টলাতে পারেনি। গেরিলা যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি। অতএব দেশকে আমরাই রক্ষা করতে পারবো।
 
দেশবাসীকে দেখাতে চাই, আওয়ামী লীগই পারে, বলেন শেখ হাসিনা।

দেশ গড়তে সবচেয়ে বেশি শিক্ষার ওপর জোর দেওয়া হচ্ছে, এমন কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নিজের জীবনই শুধু নয়, বাবা-মায়ের যাতে কষ্ট না হয়, সে জন্য ছেলে-মেয়েকে শিক্ষিত হয়ে গড়ে উঠতে হবে। আইটি শিক্ষাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এখন ঘরে বসে আউটসোর্সিংয়ের মাধ্যমে তরুণরা আয় করতে পারছে।
 
শিক্ষা প্রসারে সরকারের বিনামূল্যে বই বিতরণ, অবৈতনিক ও শিক্ষাবৃত্তিসহ বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
 
এছাড়াও তার সরকারের নেওয়া ‘একটি বাড়ি, একটি খামার’, বয়স্কভাতাসহ বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন।
 
প্রধানমন্ত্রী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার গবেষণা করে বিভিন্ন শস্য উৎপাদন বাড়াচ্ছে বলে উল্লেখ করেন।

তিনি বলেন, এখন শস্য, তরি-তরকারি মাছ উৎপাদন হচ্ছে। সারাবছর এসব পাওয়া যাচ্ছে। এগুলো বাতাসে আসেনি। এ জন্য গবেষণা করতে হয়েছে।
 
দেশের প্রতিটি মানুষকে দারিদ্র্য সীমার বাইরে নিয়ে আসা এবং একটি মানুষকেও যাতে গৃহহীন থাকতে না হয়, সে ব্যাপারে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।
 
বিমানের ঢাকা-নিউইয়র্ক ফ্লাইট চালু করার দাবির প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, এ লক্ষ্যে চেষ্টা চালাচ্ছি।

তিনি বলেন, বিগত চার দলীয় জোট সরকার যে জঞ্জাল সৃষ্টি করেছে, তা সরিয়ে কাজ এগিয়ে নিয়ে যেতে সময় লাগছে।
 
বক্তব্যের শেষ ভাগেও বিএনপির রাজনীতি নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নির্বাচনে অংশ না নিয়ে দলটি রাজনৈতিক ভুল করেছে। এর খেসারত তাদেরকেই দিতে হবে।
 
তবে তিনি এও বলেন, আল্লাহর রহমত যে, দেশে বিএনপির মতো সন্ত্রাসী দল ক্ষমতায় আসেনি।
 
প্রধানমন্ত্রী আরো বলেন, যুদ্ধাপরাধীদের বিচার চলছে। এই বিচার কেউ ঠেকাতে পারবে না।
 
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহ্‌রিয়ার আলম প্রমুখ।
 
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
 
বাংলাদেশ সময়: ০৮৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৪/আপডেটেড: ০৯১২ ঘণ্টা, আপডেটেড: ১১১৩ ঘণ্টা

** বঙ্গবন্ধু দেশ বানিয়েছেন, হাসিনা বাঁচিয়েছেন, ফের বললেন মোদী
** বঙ্গবন্ধু দেশ বানিয়েছেন, হাসিনা বাঁচিয়েছেন, ফের বললেন মোদী
** বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করুন
** সন্ত্রাসবাদ-চরমপন্থা বিশ্বশান্তির প্রধান অন্তরায়
** জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জে সহায়তা দাবি
** উন্নত দেশের বাজারে পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার চান হাসিনা
** টেকসই উন্নয়নের অর্থ নারীর ক্ষমতায়ন
** ২০২১ সালেই প্রযুক্তিনির্ভর মধ্যম-আয়ের বাংলাদেশ
** প্রধানমন্ত্রীর প্রশংসায় বান কি মুন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ