ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

নিউইয়র্ক

জলবায়ুখাত সহায়তায় সরকার প্রধান পর্যায়ে চুক্তি

শিহাবউদ্দীন কিসলু,স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৪
জলবায়ুখাত সহায়তায় সরকার প্রধান পর্যায়ে চুক্তি পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

নিউইয়র্ক: প্যারিসে পরিবেশ ও জলবায়ুবিষয়ক বৈঠকে একশ বিলিয়ন ডলারের তহবিল নিয়ে বাংলাদেশসহ সরকার ও রাষ্ট্র প্রধান পর্যায়ে চুক্তি সই হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।  

তিনি বলেন, সরকার ও রাষ্ট্র প্রধানদের মধ্যে চুক্তি হবে, সে ক্ষেত্রে কিছু বাধ্য-বাধকতা রয়েছে।

এ বিষয়ে বোঝাপড়ার প্রস্তুতি চলছে। তবে এই একশ বিলিয়ন ডলারের কমিটমেন্ট শুধু বাংলাদেশ নয়, লিস্ট ডেভেলপমেন্ট দেশগুলোর (এলডিপি) জন্য।   

যুক্তরাষ্ট্র সফররত পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বাংলানিউজকে এ সব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, শনিবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দেশগুলোর সঙ্গে উন্নয়নশীল দেশগুলোর মন্ত্রীপর্যায়ের বৈঠকে তিনি জলবায়ু খাতে কেবল আশ্বাস নয়, অর্থ সহায়তার নগদ ফল চেয়েছেন।

এ সময় তিনি পরিবেশ রক্ষায় উন্নত দেশগুলোর প্রতিশ্রুত একশ বিলিয়ন ডলারের প্রসঙ্গ তুলে অভিযোগ করেন, জলবায়ু খাতের এ প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। মাত্র একশ ৩৪ মিলিয়ন ডলার দেওয়া হলেও তার পুরোটার ছাড় মেলেনি।

তিনি বলেন, অথচ বাংলাদেশ সরকার তিনশ ৪০ মিলিয়ন এবং আরো একশ ৯৪ মিলিয়নের মতো দেশি ও বিদেশি অর্থ ব্যয় করেছে।

পরিবেশমন্ত্রী মঞ্জু অভিযোগ করেন, এছাড়া দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রেও ট্রিলিয়ন ডলারের প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করেনি উন্নত দেশগুলো। বাংলাদেশে যতটুকু দারিদ্র্য বিমোচন হয়েছে, তা  খেয়ে না খেয়ে নিজেদের অর্থেই হয়েছে।   

তিনি বলেন, ইউরোপীয়ানদের মূল্যবোধ আছে; চোখে লজ্জাও আছে। তারা বলেছে, আগামী বছর প্যারিস বৈঠকে বিষয়টি চূড়ান্ত করবে।

তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দেশগুলোর সঙ্গে বৈঠক প্রথমে পেরুর রাজধানী লিমা ও পরে ২০১৫ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ