ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

নিউইয়র্ক

লস এঞ্জেলেসে ফোবানার বাৎসরিক সভা

আজাদুল হক, ওয়াশিংটন থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৪
লস এঞ্জেলেসে ফোবানার বাৎসরিক সভা

ওয়াশিংটন: ৩১ আগস্ট লস এঞ্জেলেসের বারব্যাঙ্ক মারিওটে ফোবানার বাৎসরিক সভা অনুষ্ঠিত হয়েছে। এখানে ভোটের মাধ্যমে নির্ধারিত হয়, কোন শহরে ২০১৬ সালের ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে।



এ নির্বাচনে ওয়াশিংটনের বৃহৎ দুটি সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকা, ইঙ্ক (বাআই) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি (বাগডিসি) যৌথভাবে দরখাস্ত করে।

তবে ফোবানার নিয়ম অনুযায়ী, মাত্র একটি সংগঠনের নাম উল্লেখ করতে হয়। সে মোতাবেক শুধু বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসির (বাগডিসি) নাম দরখাস্তে উল্লেখ করা হয়।

সভায় বাগডিসির কর্মকর্তারা বলেন, যদি তারা নির্বাচনে জয়ী হন, তবে তারা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকা, ইঙ্কের (বাআই) সঙ্গে মিলে একযোগে কাজ করে ফোবানার জন্মস্থান ওয়াশিংটনে আরেকটি মাইল ফলক সম্মেলন উপহার দেবেন।

এ সময় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকা, ইঙ্ক (বাআই)-এর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এ দুটি সংগঠন ছাড়াও নির্বাচনে অংশগ্রহণ করে ডালাস, টেক্সাস থেকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ টেক্সাস (বান্ট) এবং ফ্লোরিডা থেকে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডা।

নির্বাচনে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি (বাগডিসি) বিপুল ভোটে জয়লাভ করে এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নর্থ টেক্সাস (বান্ট) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফ্লোরিডার কর্মকর্তারা বাগডিসিকে অভিনন্দন জানায়।
 
সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০১৬ সালে ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে ওয়াশিংটন ডিসিতে এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব গ্রেটার ওয়াশিংটন ডিসি (বাগডিসি) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব আমেরিকা, ইঙ্কের (বাআই) সঙ্গে মিলে এই সম্মেলনের আয়োজন করবে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ