ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

নিউইয়র্ক

‘প্রিয় বাংলা’কে ভার্জিনিয়া’র স্বীকৃতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৪
‘প্রিয় বাংলা’কে ভার্জিনিয়া’র স্বীকৃতি

ঢাকা: যুক্তরাষ্ট্রে বাঙালি কমিউনিটিতে অসামান্য অবদানের জন্য বাংলাদেশের এক ঝাঁক মেধাবী তরুণদের সংগঠন ‘প্রিয় বাংলা’কে বিশেষ স্বীকৃতি দিয়েছে কমনওয়েলথ অব ভার্জিনিয়া।

সম্প্রতি কমন অয়েলথ অব ভার্জিনিয়ার প্রধান Terence R. McAuliffe এ স্বীকৃতি দিয়েছেন।



তিনি স্বীকৃতি সনদে উল্লেখ করেন, কমন অয়েলথ অব ভার্জিনিয়া প্রিয় বাংলা পথমেলাকে অফিসিয়ালি ভার্জিনিয়ার ‘বাঙালি উৎসব’ হিসেবে স্বীকৃতি দিচ্ছে।

সাংস্কৃতিক বৈচিত্র্যে পথমেলার অবদান স্বীকৃতি পত্রে ভার্জিনিয়ার সকল শ্রেণির মানুষকে পথমেলায় সক্রিয় অংশগ্রণ আহ্বান জানানো হয়েছে।

আগামী ১৩ সেপ্টেম্বর ভার্জিনিয়াতে আবারও মাল্টি কালচার স্ট্রিট ফেস্টিভাল শুরু হবে। সেখানে বিভিন্ন দেশ অংশগ্রহণ করবে।

প্রিয় বাংলার বোর্ড অব ডিরেক্টর প্রিয়লাল কর্মকার বলেন, `প্রিয় বাংলার এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত, উচ্ছসিত। আমাদের জানামতে এই প্রথম আমেরিকার কোন রাজ্য প্রধান অফিসিয়ালি তাদের রাজ্যের জন্য `বাঙালি উৎসব’ নামে কোন পথমেলাকে স্বীকৃতি দিয়েছেন। এই অর্জন শুধু প্রিয় বাংলার নয়, এটি আমাদের সকল বাঙালি জাতির জন্য একটি বড় পাওয়া ।

প্রিয় বাংলার বোর্ড অব ডিরেক্টর জীবক বড়ুয়া বলেন, যে কোনও ভাল কাজের স্বীকৃতি অবশ্যই সকলকে উজ্জীবিত করে, কাজ করার আরও প্রেরণা যোগায়। আমরা সব সময় কাজে বিশ্বাসী। প্রিয়বাংলা প্রতিষ্ঠালগ্ন থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ