ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

নিউইয়র্ক

নিউইয়র্কে দিনাজপুর জেলা সমিতির জমকালো বনভোজন

সাবেদ সাথী, নিউইয়র্ক থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৪
নিউইয়র্কে দিনাজপুর জেলা সমিতির জমকালো বনভোজন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ব্যাপক আনন্দ ও উদ্দীপনায় দিনাজপুর জেলা সমিতির বার্ষিক বনভোজন গত রোববার নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির বেথপেজ স্টেট পার্কে অনুষ্ঠিত হয়।

আহ্বায়ক কমিটির একদল তরুণের উদ্যোগে এবারের বনভোজন ছিল অনেক জাকজমক ও আকর্ষণীয়।



বনভোজনকে সফল ও সার্থক করার লক্ষ্যে তরুণ আহ্বায়ক জাবেদ চৌধুরী ভুট্টু দিনাজপুর জেলার বিভিন্ন থানার উপস্থিত প্রবাসী অতিথিদের সার্বিক তদারকি করেন।

বনভোজনে শিশু-কিশোর নারী পুরুষদের জন্য ছিল চমকপ্রদ খেলাধুলা, পুরস্কার বিতরণ ও আকর্ষণীয র‌্যাফেল ড্র’র ব্যবস্থা।

পাঁচ শতাধিক দিনাজপুরবাসীর উপস্থিতিতে এ বনভোজন সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য আরও সহযোগিতা করেন মোহাম্মদ আলম নিউমুন, তারেক জাহেরী, বিপুল সরকার ও আব্দুর রশিদ প্রমুখ।

বনভোজন কমিটির আহবায়ক জাবেদ চৌধুরী ভুট্টু বলেন, এবারের বনভোজন সর্বাত্মকভাবেই সার্থক হয়েছে। প্রচুর নতুন মুখ এসেছে যারা এর আগে আমাদের বনভোজনে আসেনি। ব্যক্তিগতভাবে আমি প্রায় সকলকেই জিজ্ঞাসা করেছি কোন সমস্যা হচ্ছে নাকি? কোন কিছুর প্রয়োজন হলে যেন তাকে অবহিত করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ