ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

নিউইয়র্ক

বাংলায় চিঠিপত্র পাঠাবে বোস্টন স্কুল

হাকিকুল ইসলাম খোকন (বাপস নিউজ/বিবিএন) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, জুন ২০, ২০১৪
বাংলায় চিঠিপত্র পাঠাবে বোস্টন স্কুল

বোস্টন:  আমেরিকার বিশ্বখ্যাত বোস্টন পাবলিক স্কুলে চালু হলো বাংলায় চিঠিপত্র পাঠানো। বিদ্যালয় কর্তৃপক্ষ পাঠরত বাঙ্গালী ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকদের প্রয়োজনীয়  চিঠি ও প্রতিবেদন এখন থেকে বাংলায় পাঠাবে বলে সিদ্ধান্ত নিয়েছে।



বোস্টন বাংলা সেন্টার নামে সেবামূলক একটি প্রতিষ্ঠানের প্রচেষ্ঠা ও সহায়তায় কর্তৃপক্ষ বাঙ্গালী অভিবাসীদের আরও সুবিধার জন্য এই সিদ্ধান্ত নেয়।
 
বোস্টন  বাংলা সেন্টারের সভাপতি ও নির্বাহী পরিচালক সুহাস বড়ুয়া জানান, শিশুদের নানা রকম শারীরিক ও মানসিক প্রতিবন্ধী অবস্থা বা অক্ষমতা থাকে যা অনেক সময় পিতা-মাতার নজর এড়িয়ে যায়। শিক্ষকদের উন্নত শিক্ষা পদ্ধতির কারণে তা সনাক্ত করা সম্ভব। এসব বিষয়ের উপর বিদ্যালয় কর্তৃপক্ষের মূল্যায়ন প্রতিবেদন, পরামর্শ ও শিক্ষা পদ্ধতি এবং বিদ্যালয় নির্বাচনের নানা বিষয় শিক্ষার্থীর পিতা-মাতা বা অভিভাবকদের  বোঝার জন্য মাতৃভাষাই হচ্ছে সবচেয়ে ভাল উপায়।

তিনি আরও জানান,  বিদ্যালয়ের চিঠিপত্র এবং শিক্ষার্থীদের উপর বিভিন্ন প্রতিবেদন বাংলায় হওয়াতে বিদ্যালয়ের সাথে যোগাযোগ ব্যবস্থাটা অনেক সহজ হবে। বিষয়টি বিবেচনায় নিয়ে পাবলিক স্কুল কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে প্রস্তাব দিলে কর্তৃপক্ষ তাতে রাজি হয়।  

বোস্টন পাবলিক স্কুল কর্তৃপক্ষ বাংলা ভাষা চালু করার ক্ষেত্রে সহযোগিতার  জন্য  বোস্টন বাংলা সেন্টারকে প্রতিনিধি সংস্থা হিসাবে মনোনীত করে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, বোস্টন বাংলা সেন্টার আন্তর্জাতিক অঙ্গনে তথ্য, যোগাযোগ ও  সেবামূলক বিভিন্ন  প্রতিষ্ঠানে বাংলা চালু করার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘন্টা, ২০ জুন ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ