ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

নিউইয়র্ক

ওয়াশিংটনে জিএসপি নিয়ে তোফায়েল-মাইকেল আলোচনা বুধবার

শিহাবউদ্দীন কিসলু, স্পেশাল করেসপনেন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, জুন ১০, ২০১৪
ওয়াশিংটনে জিএসপি নিয়ে তোফায়েল-মাইকেল আলোচনা বুধবার

নিউইয়র্ক: বাংলাদেশের জিএসপি সুবিধা নিয়ে আলোচনায় বসছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বিষয়ক প্রিন্সিপ্যাল অ্যাডভাইজার, নেগোসিয়েটর ও মুখপাত্র মাইকেল ফরম্যান এবং বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এমপি।

স্থানীয় সময় বুধবার ওয়াশিংটন ডিসিতে দু’জনের মধ্যে এ আলোচনা অনুষ্ঠিত হবে।



সংশ্লিষ্ট একটি কূটনৈতিক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানায়, শীর্ষ পর্যায়ের এ বৈঠকের আগে স্থানীয় সময় সকাল ৮টায় বাণিজ্যমন্ত্রী ওয়াশিংটনে ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন আইআরএফ, আরআইএলএ, এএএফএ, আরসিসিসহ অন্য সব এসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠকে অংশ নেবেন।

গত বছরের ২১ জুন প্রেসিডেন্ট বারাক ওবামা রাষ্ট্রদূত মাইকেল ফরম্যানকে যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেনটেটিভ হিসেবে নিয়োগ দেন।  

ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস সূত্র বাংলানিউজকে জানিয়েছে, বাণিজ্যমন্ত্রী  তোফায়েল আহমেদ এমপি সরকারি সফরে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে ওয়াশিংটনে পৌঁছাবেন।

মঙ্গলবার রাতে দূতাবাসের কমার্সিয়াল কাউন্সিলরের বাসভবনে নৈশভোজে অংশ নেবেন মন্ত্রী তোফায়েল আহমেদ।

বাংলাদেশ সময়: ১৬৪৮ ঘণ্টা, জুন ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ