ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

নিউইয়র্ক

যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত আকরামুল কাদেরকে বিদায়ী সংবর্ধনা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, মে ২৮, ২০১৪
যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত আকরামুল কাদেরকে বিদায়ী সংবর্ধনা আকরামুল কাদের

ঢাকা: মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের এবং স্ত্রী রিফাত আকরামকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ‘জেমস মনরো’ কক্ষে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।



অনুষ্ঠানে রাষ্ট্রদূত কাদেরকে যুক্তরাষ্ট্রের একজন প্রকৃত বন্ধু উল্লেখ করে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রাচার প্রধান রাষ্ট্রদূত পিটার সেলফ্রিজ বলেন, প্রায় পাঁচ বছর কর্মকাল শেষে স্বদেশে প্রত্যাবর্তন করছেন আকরামুল কাদের।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিশওয়াল বলেন, কাদেরের নেতৃত্ব বিগত বছরগুলোতে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন এক উচ্চতায় নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

রাষ্ট্রদূত আকরামুল তার বক্তব্যে উভয় দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের সম্পৃক্ত করায় দূতাবাসের কাজে সহায়তা প্রদানের জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরকে সাধুবাদ জানান।

অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুক্তরাষ্টের পররাষ্ট্র দপ্তরের বিভিন্ন ব্যুরোর উর্দ্ধতন কর্মকর্তা, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, মে ২৮, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ