ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

নিউইয়র্ক

ফ্লোরিডায় প্রবাসীদের সঙ্গে মতবিনিময়ে ড. মোমেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, মে ২৫, ২০১৪
ফ্লোরিডায় প্রবাসীদের সঙ্গে মতবিনিময়ে ড. মোমেন

নিউইয়র্ক: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আব্দুল মোমেন ফ্লোরিডা প্রবাসী বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেছেন।

মতবিনিময় কালে আব্দুল মোমেন বলেন, প্রবাসী বাঙালিরা দেশের একজন রাষ্ট্রদূত।

দেশের সুনাম রক্ষার্থে সবাইকে মূলধারায় অংশ নিতে হবে।

অরল্যান্ডে ওই সভায় বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. ইকবাল হায়দার, ডাঃ মাকসুদ আহমেদ, সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের সভাপতি জয়নাল চৌধুরী, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিলন, আবদুল জলিল, আসিফ গাজী, কুদরত এ খোদা, বাংলাদেশ সোসাইটি অব সেন্ট্রাল সভাপতি কুদরত এ আলী, মোহাম¥দ শাহীন, আজিজুর রহমান, সাব্বির রহমান, করিম রেজা ও আলো আহমেদ প্রমুখ।

মতবিনিময় সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিলন।

নৈশভোজের মাধ্যমে মতবিনিময় সভা শেষ হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, মে ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ