ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

নিউইয়র্ক

সিএইচডি-বিডি’র ইংরেজি ভাষা ও যোগাযোগ দক্ষতার প্রশিক্ষণ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৪
সিএইচডি-বিডি’র ইংরেজি ভাষা ও যোগাযোগ দক্ষতার প্রশিক্ষণ

নিউইয়র্ক: প্রবাসী বাংলাদেশিদের নিউইয়র্কভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন সিএইচডি-বিডি’র উদ্যোগে এবার আয়োজন করা হচ্ছে ইংরেজি ভাষা, লেখালেখি ও যোগাযোগ দক্ষতার প্রশিক্ষণ। সম্পূর্ণ বিনামূল্যে এসব প্রশিক্ষণ দেবে সংগঠনটি।



দশ সপ্তাহের এই প্রশিক্ষণ-কর্মশালা শুরু হবে আগামী ১ ফেব্রুয়ারি। প্রতি শনিবার দুপুর ২টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে আড়াই ঘণ্টার ক্লাস হবে।
 
কর্মসূচি চলবে নিউইয়র্কের কুইন্সে এলমার্স্ট হাসপাতালের এ১-১৫ কক্ষে।

সিএইচডি-বিডি’র অন্যতম উদ্যোক্তা মনজুর আহমেদ চৌধুরী বাংলানিউজকে বলেন, যুক্তরাষ্ট্রে অনেক প্রবাসী বাংলাদেশি রয়েছেন যাদের ইংরেজি ভাষাজ্ঞান সীমিত, সামান্য একটি আবেদনপত্র লিখতেও তাদের অন্যের শরণাপন্ন হতে হয়। অনেকেই আবার সাধারণ যোগাযোগগুলো করতে পারেন না। এতে পিছিয়ে থাকেন বাংলাদেশিরা। তাদের সামনে এগিয়ে দিতেই এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্যোগ।
 
ব্যবহারিক প্রক্রিয়ার মাধ্যমে যোগাযোগ দক্ষতার প্রশিক্ষণ দেওয়া হবে এই কর্মসূচির আওতায়। এছাড়াও ইংরেজি বলার বা কোন কিছু উপস্থাপন, দলগত কাজ ও আলোচনা, চাকরির সাক্ষাৎকারগ্রহণ এমন কিছু ব্যবহারিক ক্ষেত্র প্রস্তুত করেই প্রশিক্ষকরা এই প্রশিক্ষণ পরিচালনা করবেন। এতে লেখার দক্ষতার ওপর দেওয়া হবে বিশেষ জোর।

নিউইয়র্কে কিংবা বাইরে যে কেউ বিনামূল্যে এই প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। এজন্য তাদের রেজিস্ট্রেশন করতে হবে [email protected] এই ঠিকানায় নাম ও কন্ট্যাক্ট নাম্বার পাঠিয়ে। ৩৪৭-৫৩০-৬৪২৩, ৩৪৭৬০৫০৩৯২, ৫১৬৪৫০-০৯৫০ এসব নম্বরে ফোন করেও সরাসরি যোগাযোগ করা যাবে।

এর আগে সিএইচডি-বিডি’র উদ্যোগে আয়োজন করা হয় বিনামূল্যে কুইক-বুক প্রশিক্ষণ। কুইন্সের কাউন্সিল মেম্বার ড্যানিয়েল ড্রমের সার্বিক সহযোগিতায় কোর্সটি আয়োজন করে সংগঠনটি।

বাংলাদেশ সময় ০৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ