ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বাসচাপায় ২ বাইকার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
বগুড়ায় বাসচাপায় ২ বাইকার নিহত

বগুড়া: বগুড়ার কাহালু উপজেলায় বিআরটিসি যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন।

শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার বগুড়া- সান্তহার সড়কের শেখাহার করিম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কাহালু উপজেলার পিলকুঞ্জ ঝাঝহার মোড় এলাকার ধলুর ছেলে আজমল (২৬) এবং সদর উপজেলার ঘোড়াধাপ এলাকার মকবুল হাজির ছেলে শাহিন (২৮)। এদের মধ্যে আজমল পেশায় মোটরসাইকেল মেকার এবং শাহীন ব্যবসায়ী।

জানা গেছে, শুক্রবার বিকেলে আজমল শাহীনকে নিয়ে মোটরসাইকেলে করে দুপচাঁচিয়ার দিকে যাচ্ছিলেন। পথে কাহালু উপজেলার শেখাহার করিম ফিলিং স্টেশনের সামনে নওগাঁ সাপাহার থেকে যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে আজমল ঘটনাস্থলে এবং শাহিন বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন জানান, নিহতদের মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

‌বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।