ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাবাকে ডাক্তার দেখা‌তে যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত ছেলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
বাবাকে ডাক্তার দেখা‌তে যাওয়ার পথে দুর্ঘটনায় নিহত ছেলে ফাইল ছবি

গোপালগঞ্জ: বাবা‌কে ডাক্তার দেখা‌তে যাওয়ার প‌থে সড়ক দুর্ঘটনায়  নিহত হয়েছেন ছে‌লে তৌহিদুল ইসলাম (৪০)। শুক্রবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার  ঘোনাপাড়ায় এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তৌহিদুল ইসলামের বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার খাগড়াবাড়ি গ্রামে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ম‌নিরুল ইসলাম জানান, বাবাকে ডাক্তার দেখা‌তে তৌহিদুল ইসলাম মোটরসাইকেল চালিয়ে খুলনায় যাচ্ছিলেন।   ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি মহাসড়কের উপরে পড়ে যান। এতে তৌহিদুল ইসলাম ও তার বাবা আক্কাস মোল্লা মারাত্মক আহত হন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তৌহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত আক্কাস মোল্লাকে হাসপাতা‌লে চি‌কিৎসা দেওয়া হ‌য়ে‌ছে।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, ৩১ ডিসেম্বর,২০২১
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ