ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গফরগাঁওয়ে মোটরসাইকেল ধাক্কায় আহত নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
গফরগাঁওয়ে মোটরসাইকেল ধাক্কায় আহত নারীর মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মোটরসাইকেল চাপায় গুরুত্বর আহত মোছা. রানোয়ারা খাতুন (৪৪) নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত রানোয়ারা খাতুন উপজেলার সালটিয়া গ্রামের মৃত মো. মমিন খানের স্ত্রী।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ খবরের সত‍্যতা নিশ্চিত করেছেন।

তবে এ ঘটনায় কোন অভিযোগ দায়ের হয়নি বলেও জানান তিনি।

নিহতের পরিবার জানায়, বৃহস্পতিবার দুপুরে এইচএসসি পরীক্ষার্থী মেয়েকে নিয়ে  গফরগাঁও পৌর শহরের মহিলা ডিগ্রী কলেজ পরীক্ষা কেন্দ্রে যায় রানোয়ারা খাতুন। পরীক্ষা শুরুর পর কলেজ গেইটের সামনে দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল রানোয়ারা খাতুনকে চাপা দিলে সে গুরুতর আহত হয়।

পরে তাকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঢামেক হাসপাতালে পাঠায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।