ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
খাগড়াছড়িতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১ প্রতীকী ছবি

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রুবেল চাকমা (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে খাগড়াছড়ি সদরের নিউজিল্যান্ড সড়কে এ দুঘর্টনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রুবেল চাকমা বাবুছড়া গ্রামের সুনীতি বিকাশ চাকমার ছেলে ও খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পির বড় ভাই।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২১
এডি/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।