ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

চুল দিয়ে পিকআপ ভ্যান টানলেন রবিউল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২১
চুল দিয়ে পিকআপ ভ্যান টানলেন রবিউল

নীলফামারী: নীলফামারীর জলঢাকায় ওয়ালটনের প্রচারণা র‌্যালিতে মাথার চুল দিয়ে পিকআপ ভ্যান টেনে সাবাইকে তাক লাগিয়ে দিয়েছেন জলঢাকার সন্তান রবিউল ইসলাম।

শনিবার (২ জানুয়ারি) বিকেলে ওয়ালটন প্লাজা আয়োজিত প্রচার র‌্যালিতে তার ভিন্নধর্মী এ কসরত দেখতে স্থানীয় শতশত মানুষ ভিড় জমায়।

তখন করোনা ভাইরাস রোধে ওয়ালটন প্লাজার পক্ষ থেকে আগত দর্শনার্থীদের বিনামূল্যে মাস্ক বিতরণ এবং সচেতনতামূলক বক্তব্য দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- ওয়ালটন গ্রুপের ক্রেডিট মনিটর এস.এম সাকিনুর রহমান পাভেল, জলঢাকা ওয়ালটন প্লাজা ম্যানেজার হাসান আলীসহ জলঢাকা উপজেলার ওয়ালটনে কর্মরত কর্মচারীরা।

এর আগে, স্থানীয় ওয়ালটন প্লাজার আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌরশহর প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।