ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশাল ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২১
প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশাল ছাত্রদলের পাল্টাপাল্টি কর্মসূচি বরিশাল ছাত্রদলের পাল্টাপাল্টি র‌্যালি

বরিশাল: ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে ছাত্রদলের দুই পক্ষ।

শনিবার (০২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল মহানগর ছাত্রদলের দুই পক্ষ পাল্টাপাল্টি র‌্যালি ও সমাবেশ করেছে।

বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি তরিকুল ইসলাম তরিক, জেলা ছাত্রদল সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট তারেক আল এমরান, যুগ্ম সম্পাদক তৌফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ির নেতৃত্বে জেলা ও মহানগরের একাংশ নগরের সদর হাসাপাতাল সংলগ্ন এলাকা থেকে মিছিল বের করে। যা নগরের প্রধান সড়ক হয়ে সদররোডস্থ বিএনপি দলীয় কার্যলয়ে এসে শেষ হয়। পরে সেখানে মহানগর ছাত্রদলের সহ-সভাপতি তরিকুল ইসলাম তরিকের সভাপতিত্বে সমাবেশ কর্মসূচি পালন করা হয়।  

এদিকে সদ্য বহিস্কার আদেশ প্রত্যাহারকৃর্ত বরিশাল জেলা ছাত্রদল সভাপতি মাহফুজুল হক মিঠু ও মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করিম রনির নেতৃত্বে নগরের চৈতন্য স্কুলের সামনে থেকে এক র‌্যালি বের করা হয়।

ছাত্রদলের এ র‌্যালিতে বরিশাল মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আখতার হোসেন মেবুল, যুগ্ম সম্পাদক মীর জাহিদূল ইসলাম জাহিদ, মহানগর স্বেচ্ছাসেবকদলে সাধারণ সম্পাদক মসিউর রহমান মঞ্জু, জেলা যুবদলের সম্পাদক অ্যাডভোকেট এইচ এম তছলিম, মহানগর যুবদলের সভাপতি অ্যাডভোকেট আখতারুজ্জামান শামীম সহ বিভিন্ন জেলা ও মহানগরের নেতারা অংশ নেন।

উল্লেখ্য, ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠাবার্র্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন না করে বিভক্ত হয়ে ছাত্রদলের নেতারা নগরে পাল্টপাল্টি শো-ডাউন দিয়েছে।

পাল্টাপালি কর্মসূচির আয়োজন করায় নগরের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার লক্ষে দলীয় কার্যলয়সহ নগরের বিভিন্ন স্থানে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়।

এ বিষয়ে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বাংলানিউজকে বলেন, ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি দেওয়ার কারণে তারা যেন দু’পক্ষ একে অপরের মুখামুখি না হয় সে জন্য আগে থেকেই তাদের র‌্যালির পথ ভিন্ন করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২১
এমএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।