মানিকগঞ্জ: মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ভবন থেকে পড়ে মোমিন হোসেন (১১) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যার দিকে জেলা হাসপাতালের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশাদ উল্লাহ বলেন, শিশুটি কয়েকদিন ধরে হাসপাতাল এলাকায় ঘোরাঘুরি করতো। মাঝে মধ্যে হাসপাতালের মসজিদের বারান্দায় বিভিন্ন সময় তাকে শুয়ে থাকতে দেখেছে হাসপাতালের স্টাফরা। সন্ধ্যার দিকে হাসপাতালের ছয় তলা বা সাত তলার রেলিং থেকে নিচে পড়ে যায় ছেলেটি। তার পরিবারের লোকজনের সঙ্গে আলাপ হয়েছে। শিশুর মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। তবে নাগরপুর থেকে মানিকগঞ্জ হাসপাতালে আসার বিষয়ে স্পষ্ট করে কিছু বলতে পারেনি তিনি।
বাংলাদেশ সময়: ০২৫৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২০
আরএ