ঢাকা: রাজধানীর কদমতলী থানার দক্ষিণ ধনিয়া এলাকায় বিদুৎস্পৃষ্ট হয়ে জিয়াউল হাসান (৩৭) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
জিয়াউল হাসান পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার এমএ মান্নান মিয়ার ছেলে।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত জিয়াউলের বড় ভাই এমএ মামুন জানান, এলাকায়ই কোচিং করান জিয়াউল। দুপুরে রুমে একাই ছিলেন। বাসায় বিদ্যুতের লাইনের মেরামত চলছিলো। দুপুর ১টার দিকে তার স্ত্রী রুমে গিয়ে দেখেন জিয়াউল অচেতন হয়ে বিদ্যুতের তারের উপর পড়ে আছে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
এজেডএস/ওএইচ/