শেরপুর: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের রামনগর গ্রামে পানিতে ডুবে তাহিরা খাতুন (০৩) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার রামনগর এলাকায় এ ঘটনা ঘটে।
তাহিরা রামনগর এলাকার আমিনূল ইসলামের প্রথম কন্যা সন্তান।
জানা যায়, তাহিরা সবার অজান্তে নিজদের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে তাকে পুকুরে পানিতে ভাসতে দেখে শিশুটিকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
এনটি