কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিনগত রাতে উপজেলার রাউতি ইউনিয়নের দাউদপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে বাড়ির পাশে ফিসারীপাড়ে পানি দিয়ে নিজেকে পরিচ্ছন্ন করার সময় টিউবওয়েলে বিদ্যুতের তারের সংযোগে জড়িয়ে শাফিকুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
এনটি