খুলনা: খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেডের (কেপিসিএল) সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) ইমরান মাহমুদ (২৬) আত্মহত্যা করেছেন।
বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো এক সময় খালিশপুর হাসপাতালের পেছনে কেপিসিএলের ডরমেটরির তিন তলার একটি রুমে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেন।
ইমরানের সহকর্মীরা বাংলানিউজকে জানান, সকাল শিফটে কাজে যোগ না দেওয়ায় তাকে খোঁজাখুঁজি করা হয়। পরে ডরমেটরির একটি রুমে তাকে ঝুলে থাকতে দেখা যায়। ইমরান কিছু দিন আগে বিয়ে করেছেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জে।
তবে কি কারণে ইমরান আত্মহত্যা করেছে তা কেউ বলতে পারেননি।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ বলেন, কেপিসিএলের এক প্রকৌশলী আত্মহত্যা করেছেন খবর পেয়ে পুলিশ ঘটনা স্থানে গিয়েছে।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
এমআরএম/ওএইচ/