টাঙ্গাইল: টাঙ্গাইলের বাসাইলে বাল্যবিয়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আসাদুল ইসলাম (২২) নামে এক বরের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দিনগত রাতে উপজেলার সুন্যা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অর্থদণ্ডপ্রাপ্ত আসাদুল ইসলাম জেলার সখীপুর উপজেলার বেড়বাড়ী খন্দকারপাড়া গ্রামের ফন্নু মিয়ার ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুন নাহার স্বপ্না বাংলানিউজকে জানান, উপজেলার কাউলজানী ইউনিয়নের সুন্যা পশ্চিমপাড়া গ্রামের সবুর মিয়ার মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী সামরিয়া আক্তারের (১৪) সঙ্গে রোববার (৮ নভেম্বর) সৌদি প্রবাসী আসাদুল ইসলামের বিয়ে সম্পন্ন হয়। পরদিন সোমবার বিকেলে আসাদুল তার নাবালক স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে আসেন।
পরে গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় ওই বাড়িতে গিয়ে বর আসাদুলকে আটক করে উপজেলা তার (নির্বাহী কর্মকর্তার) কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
এএটি