ঢাকা: দুই দফা দাবিতে তৃতীয়দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি।
বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু হয়।
দাবিগুলো হলো- সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিত ও রাজস্ব খাতে স্থানান্তর এবং চাকরি নিয়মিতকরণের পূর্ব পর্যন্ত সরকারি স্কেল অনুযায়ী বেতন-ভাতা দিতে হবে।
সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. দুলাল সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মজিবর রহমানের পরিচালনায় কর্মসূচিতে বক্তব্য দনে সাংগঠনিক সম্পাদক মো. আবুল খায়ের, কেন্দ্রীয় নেতা মো. আমিনুল ইসলাম, ফারুক আহমেদ, দিলাল মিয়া ও রতন কুমার প্রমুখ।
অবস্থান কর্মসূচিতে সারাদেশের সরকারি কলেজগুলোতে কর্মরত কয়েক শতাধিক বেসরকারি কর্মচারী অংশ নিয়েছেন।
বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২০
টিএম/ওএইচ/