ঢাকা: রাজধানীর আদাবরের মাইন্ড এইড হাসপাতালে সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিমের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় প্রতিষ্ঠানটির পরিচালক নিয়াজ মোরশেদ পুলিশি নজরদারিতে আছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর থেকে তাকে আগারগাঁওয়ের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্স হাসপাতালে পুলিশি পাহারায় রাখা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শহীদুজ্জামান বাংলানিউজকে বলেন, মাইন্ড এইড হাসপাতালের পরিচালক নিয়াজ নিউরো সাইন্স হাসপাতালে পুলিশি পাহারায় আছেন। বুধবার (১১ নভেম্বর) তাকে গ্রেফতার করা হবে।
তেজগাঁও বিভাগের এডিসি (মোহাম্মদপুর জোন) মৃত্যুঞ্জয় দে সজল বলেন, মাইন্ড এইড হাসপাতালের পরিচালক নিয়াজ মোরশেদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি পুলিশ হেফাজতে আছেন। তিনি যদি সুস্থ থাকেন আগামীকাল তাকে কোর্টে পাঠানো হবে। অন্যথায় হাসপাতালেই থাকবেন।
বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
এমএমআই/ওএইচ/