পিরোজপুর: পিরোজপুরের কাউখালীতে মো. সাইফুল ইসলাম (৩০) নামে কলেজছাত্রের ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলার দক্ষিণ বাশুরী গ্রামে নিজ বাড়ির পার্শ্ববর্তী একটি কাঁঠাল গাছ থেকে গলায় রশি দিয়ে ফাঁস দেওয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের পরিবার জানায়, মঙ্গলবার ভোরে পরিবারের লোকজন তাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজা-খুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি কাঁঠাল গাছে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় সাইফুলের নিথর দেহ দেখতে পান। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ পিরোজপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মর্গের প্রতিবেদন দেখে প্রয়োজনীয় আইনাগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
এসআরএস