কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে নুরুন্নবী মিয়া (৫৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী মমতাজ বেগম।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৩টার দিকে উলিপুর-রাজারহাট সড়কের বাকরেরহাট এলাকার বসাবাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উলিপুর পৌরসভার যোগীপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে নুরুন্নবী মিয়া ও তার স্ত্রী মমতাজ বেগম মোটরসাইকেলে করে রংপুরের উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে উলিপুর-রাজারহাট সড়কের বসাবাজার নামক স্থানে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা লেগে ঘটনাস্থলেই নুরুন্নবীর মৃত্যু হয়।
পরে স্থানীয়রা তার স্ত্রী মমতাজ বেগমকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জোম হোসেন দুর্ঘটনায় হতাহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২০
এফইএস/ওএইচ/