সিলেট: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় তাউসিফ আহমদ ও আলামিন নামে নিখোঁজ দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) উপজেলার বাঘা ইউনিয়নের রুস্তমপুর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শনিবার (৩১ অক্টোবর) বিকেলে শিশু দু’টি বাড়ি থেকে বেরিয়ে আর ফিরেনি। তাদের অভিভাবক বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে না পাওয়ায় রাতে মাইকিং করেন। এরপর রোববার সকালে মসজিদের পুকুরে তাদের মরদেহ ভেসে ওঠে। মরদেহ দুইটি উদ্ধার করেছে পুলিশ। অবশ্য স্বজনরা অনুমতি নিয়ে বিনা ময়নাতদন্তে মরদেহ দুইটি দাফন করেছেন।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২০
এনইউ/এএটি