ঢাকা: কবি আবুল হাসনাতের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (১ নভেম্বর) এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, দেশে প্রগতিশীল ও মুক্ত সংস্কৃতি চর্চায় আবুল হাসনাতের অবদান জাতি সবসময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
রোববার সকাল আটটায় রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে আবুল হাসনাত শেষ নিশ্বাস ত্যাগ করেন।
আরও পড়ুন>>কবি-সাংবাদিক আবুল হাসনাত আর নেই
বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২০
এমইউএম/এএটি