ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে অজ্ঞাতপরিচয় (৩০) এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) দিনগত রাত সাড়ে তিনটার দিকে পুলিশ আহতাবস্থায় ওই যুবককে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের নিয়ে যায়।
মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে রাতে মোহাম্মদপুরের কাজী নজরুল ইসলাম রোডের দুইটি ভবনের মাঝখান থেকে রক্তাক্ত আহতাবস্থায় ওই যুবককে উদ্ধার করা হয়। এরপর তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই যুবকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর। তার পরনে জিন্সপ্যান্ট ছিলো।
কিভাবে তার মৃত্যু হয়েছে এবং পুরো ঘটনাটি জানার জন্য পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান আব্দুল আলিম।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২০
এজেডএস/এএটি